রহস্যে ভরা এই দুনিয়া। আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে অনেক আজব আজব ঘটনা। প্রতিটা ঘটনায় আমাদেরকে হতভম্ব করে না দিলেও, কিছু কিছু ঘটনা রয়েছে যেগুলো আমাদের হতভম্ব করে দেয়। কিছু কিছু সাধারন ঘটনা আছে যেগুলো ভাবলে সত্যিই অনেক অবাক হয়ে যাই। চলুন জেনে নেওয়া যাক সেই হতভম্ব করে দেওয়া সাধারণ কয়েকটি ঘটনা।
কখনো আপনি ভেবে দেখেছেন কি আইফোন কেন এত দামি?আপনি কি জানেন ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়? আপনি ভেবে দেখেছেন কি ডলার এর ইংরেজি বানানের সময় দিয়ে শুরু হয় ডি দুয়ে কিন্তু এর চিহ্ন কেন দিয়ে শুরু হয় না ডি দিয়ে? আপনি কি জানেন! গাছের নিচে কেন সাদা রং করা থাকে ?
১ নম্বর ফ্যাক্ট ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়!
ডলফিনগুলি গ্রহের অন্যতম স্মার্ট প্রাণী হিসাবে পরিচিত - সম্ভবত কারণ তারা তাদের মস্তিষ্কের শক্তি সংরক্ষণ করতে পারে। যেহেতু তারা প্রতিনিয়ত শিকারীদের খোঁজে থাকতে হবে, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা তাদের মস্তিষ্কের ঘুমের অংশ হলেও আংশিক চেতনা বজায় রাখার একটি সুন্দর কৌশল তৈরি করেছে। গবেষকরা পরীক্ষা করেছেন যে এই "অর্ধ নিদ্রা" দিনের বেলা পশুর সতর্কতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে কিনা, কিন্তু তারা দেখেছে যে তাদের নিশাচর সতর্কতা ক্রমাগত পরীক্ষা করার পাঁচ দিন পরও তারা আগের মতোই সতর্ক এবং উপলব্ধিযোগ্য রয়ে গেছে।
২ নম্বর ফ্যাক্ট গাছের নিচের অংশ যে কারণে সাদা করা হয় ?
গাছগুলোর নিচের অংশ সাদা করা হয় কারণ। যাতে এই গাছগুলো তে কোন পোকা মাকড়ের আক্রমণ না হয়। যদি গাছে কখনো নিচের দিকেই পোকার আক্রমণ হয়। তাহলে গাছ গুলো নষ্ট হয়ে যায়। তাই সাদা রং করা হয়ে থাকে যেন নিচের দিকে কখনো পোকামাকড়ের আক্রমণ না হয়। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এই গাছগুলোতে সাদা রং করা হয় যেন এই গাছগুলো কেউ কোনো অবস্থাতেই না কেটে ফেলে।
৩ নম্বর ফ্যাক্ট আঙ্গুর ব্লাস্ট হয়ে যায়!
আমরা অনেক খাবার ওভেনে গরম করে খাই। কিন্তু আমরা যদি কখনো আঙ্গুর ওভেনে গরম করতে চাই। তাহলে ওভেনের ভিতরে আংগুরটি ব্লাস্ট হয়ে যায়। বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন আর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে; আঙ্গুরে রয়েছে এমন একটি প্লাজমা। যা ওভেনে দিলে অভেনের তাপের সাথে বিক্রিয়া করে আঙ্গুর টিকে ব্লাস্ট ঘটায়।
৪ নম্বর ফ্যাক্ট পৃথিবীতে মোট কত ধরনের চাল রয়েছে?
আমরা সবাই বিভিন্ন ধরনের চাল খেতে অভ্যস্ত। কেউবা বাসমতি চালের ভাত খাই। কেউবা চিকন ধানের ভাত খাই। কেউবা চিনিগুড়া চালের ভাত খাইতে পছন্দ করি। কিন্তু আপনি জানেন কি এই পৃথিবীতে মোট কত প্রকার ধানের চাল প্রচলিত রয়েছে? আপনি জানলে অবাক হয়ে যাবেন যে; পৃথিবীতে এত প্রকারের রয়েছে যে আপনার সেগুলো শেষ করতে 109 বছর লেগে যাবে। তাহলে একবার ভেবে দেখুন তো পৃথিবীতে কত প্রকারের চাল রয়েছে।
৫ নম্বর ফ্যাক্ট ডলারের চিহ্ন কেন $ দিয়ে শুরু হয়?
আপনি কখনো ভেবে দেখেছেন Dollars এর স্পিনিং যখন D দিয়ে শুরু হয় তখন এর চিহ্ন কেন $ দিয়ে হয় D দিয়ে নয়।১৭১৭ সালে Dollar চিহ্ন United spanish Marches নিজের টেডে ব্যবহার করতো। তখন সেটিকে Peso নামে ডাকা হতো। যায় সিম্বল অনেকটা এই রকম ছিল।
যখন একের অধিক peso ব্যবহার করা হতো তখন এর পাশে s লেখা হতো। সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই সিম্বল আস্তে আস্তে এই রকম হতে থাকে। পরবর্তী ps কে সরিয়ে $ কে ব্যবহার করা হয়।
যখন এই ডলার আমেরিকাতে যায় তখন এই Abolition এমন ভাবে হয় $।
৬ নম্বর ফ্যাক্ট আইফোনের এত দাম হওয়ার কারণ?
আমরা সবাই সব সময় নিজের শখের একটা করে ফোন ব্যবহার করি। অনেকেই সব অনেক দামী দামী ফোন ব্যবহার করে।কিন্তু আমরা সচরাচর সবাই জানি। এখন সবথেকে দামি ফোন হচ্ছে আইফোন। কিন্তু আমরা জানি না কেন আইফোন এতটা দামি? আইফোন দামি হওয়ার মূল কারণ হচ্ছে
প্রতিটা ফোনের পার্টস অন্যান্য ফোনে সেটাপ করা যায়।কিন্তু আইফোনের পার্টস এবং অন্যান্য সবকিছু কোন ফোন থেকে সেটআপ করা যাবে না। শুধু আইফোন থেকেই আইফোন এ সেটাপ হবে। এরকম সব অনন্যতার কারণে আইফোনের এত দাম।অর্থাৎ আইফোনের প্রতিটি ফোনের জন্য পার্টস ভিন্ন ভিন্ন। এছাড়াও
তাদের প্রোসেসর থেকে সব কিছুই তাদের নিজস্ব এবং এটি ক্যামেরা ও পারফরম্যান্স সবসময় খুব ভালো পারফর্ম করে।
আশা করি ভালো লেগেছে । নোটিফিকেশন allow করে আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।