ফ্রিল্যান্সার হতে চান? তার সম্পুর্ন গাইডলাইন

 ফ্রিলান্সার হতে হলে


ফ্রিলান্সার হতে হলে প্রথমে আপনাকে ছোটোখাটো যেকোনো একটি বিষয়ে দক্ষ হতে হবে। আপনি যদি কয়েকটি বিষয়ে দক্ষ হন তাহলে ফ্রিল্যান্সার হিসেবে বেশি কাজ পাবেন। যেহেতু আপনার বেশিরভাগ  Buyer ( অর্থাৎ যে আপনার থেকে সার্ভিসটি নিবে ) অবাঙালি তাই আপনাকে ইংরেজিতে মোটামুটি দক্ষ হতে হবে যাতে আপনি ইংরেজিতে Massage এ কথা বলতে পারেন।  


আপনি যদি ফ্রিল্যান্সিং এর কোনো বিষয়েই যদি দক্ষ না হন, তাহলে ভয় নেই, আপনাকে আমারা ভিডিও এর মাধ্যমে ফ্রিতে শিখিয়ে  দেব।   


কোন প্ল্যাটফর্মে আগে কাজ করবেন 


আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন যে, আপনি প্রথমে freelance.com  বা People Per Hour গিয়ে কখনোই কোনো কাজ পাবেন না।  নতুন দের কাজ বেশিরভাগ দিতে চায় না এজন্য যারা নতুন তাদের আমি   সাজেস্ট করব নিচের ধারায় চলার জন্য -

  (১) Fiverr 

  (২) UpWork

  (৩) Freelancer.com

  (৪) People Per Hour 


আরও অভিজ্ঞতার জন্য Trulancer বা Guru ইত্যাদিতেও কাজ করতে পারেন ।  

শুধু ফ্রিল্যান্সার হলেই কিন্তু চলবে না। আপনি ফ্রিল্যান্সার হলেন, কিন্তু কোন ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে না- এমনটা হলে ফ্রিল্যান্সিং আপনার জন্যে না। ভালো ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে বেশকিছু বিষয় খেয়াল রাখতে হবে, একজন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিতে চাইবে  তখন সে আপনার প্রোফাইল চেক করবে তাই প্রোফাইলকে ভালোভাবে লিখে সুন্দর ভাবে গোছাতে হবে, প্রোফাইল পিক সুন্দর একটা দিবেন তাই  ক্লায়েন্টদের চাহিদা বুঝে প্রোফাইল তৈরি করা উচিৎ। 

ফ্রিলান্সারে কি কি কাজ থাকে

ফ্রিলান্সিং শিখুন

আমরা আপনাকে ভিডিও এর মাধ্যমে এই ওয়েবসাইট থেকেই শিখিয়ে দেওয়া হবে। 
  
(১) গ্রাফিক্স ডিজাইন
(২) লিড জেনারেশন
(৩) ইমেইল মার্কেটিং

এই ক্যাটাগরিতে খুব শিঘ্রই আমাদের ওয়েবসাইট ভিডিও এ পাবলিশ করা হবে।     

সোশ্যাল মিডিয়া     

আপনাকে একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে সোশ্যাল মিডিয়া যেমন Facebook,  Twitter,  LinkedIn  এ একাউন্ট খুলতে হবে। কারন অনেক ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া থেকে আসে। 
    


আমার সাথে সোশ্যাল মিডিয়া তে Add থাকুন।   



অবশ্যই Freelancing সম্পর্কে আপডেট থাকুন। নোটিফিকেশন Allow করুন
    
Previous Post Next Post