ফ্রিলান্সার হতে হলে
ফ্রিলান্সার হতে হলে প্রথমে আপনাকে ছোটোখাটো যেকোনো একটি বিষয়ে দক্ষ হতে হবে। আপনি যদি কয়েকটি বিষয়ে দক্ষ হন তাহলে ফ্রিল্যান্সার হিসেবে বেশি কাজ পাবেন। যেহেতু আপনার বেশিরভাগ Buyer ( অর্থাৎ যে আপনার থেকে সার্ভিসটি নিবে ) অবাঙালি তাই আপনাকে ইংরেজিতে মোটামুটি দক্ষ হতে হবে যাতে আপনি ইংরেজিতে Massage এ কথা বলতে পারেন।
আপনি যদি ফ্রিল্যান্সিং এর কোনো বিষয়েই যদি দক্ষ না হন, তাহলে ভয় নেই, আপনাকে আমারা ভিডিও এর মাধ্যমে ফ্রিতে শিখিয়ে দেব।
কোন প্ল্যাটফর্মে আগে কাজ করবেন
(১) Fiverr
(২) UpWork
(৩) Freelancer.com
(৪) People Per Hour
আরও অভিজ্ঞতার জন্য Trulancer বা Guru ইত্যাদিতেও কাজ করতে পারেন ।
শুধু ফ্রিল্যান্সার হলেই কিন্তু চলবে না। আপনি ফ্রিল্যান্সার হলেন, কিন্তু কোন ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে না- এমনটা হলে ফ্রিল্যান্সিং আপনার জন্যে না। ভালো ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে বেশকিছু বিষয় খেয়াল রাখতে হবে, একজন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিতে চাইবে তখন সে আপনার প্রোফাইল চেক করবে তাই প্রোফাইলকে ভালোভাবে লিখে সুন্দর ভাবে গোছাতে হবে, প্রোফাইল পিক সুন্দর একটা দিবেন তাই ক্লায়েন্টদের চাহিদা বুঝে প্রোফাইল তৈরি করা উচিৎ।
ফ্রিলান্সারে কি কি কাজ থাকে
ফ্রিলান্সিং শিখুন
সোশ্যাল মিডিয়া
ফ্রিলান্সারদের ধৈর্য্য থাকতে হবে।
— Tausif Zaman (@Tausif_Zaman_) September 30, 2021
একটি সত্য ঘটনা💬
একটি ক্লাস 4 পড়া এক ছেলে https://t.co/rscPRUavKP এ একাউন্ট তৈরি করার ৬ মাস পর হঠাৎ ২০০£ এর কাজ পায়।
তবে সবার ৬ মাস লাগবে এমন কোনো কথা নেই। চালিয়ে যাও সফল হবাই
আমার সাথে সোশ্যাল মিডিয়া তে Add থাকুন।